করোনা মহামারীতে জনগনের পার্শ্বে দাঁড়াতে হিলির ওষুধ ব্যবসায়ীরা শতকরা ৬% ছাড়ে ওষুধ বিক্রি শুরু করেছে। বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকালে সমিতির ৩২ জন ওষুধ ব্যবসায়ী সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে ওষুধের গায়ের এমআরপি মুল্য থেকে শতকরা ৬% ছাড় দিয়ে ওষুধ বিক্রি শুরু করেছেন এবং সপ্তাহে একজন ডাক্তার দ্বারা গরীবদের ফ্রি চিকিৎসা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। করোনাকালীন ওষুধের দাম কম নেওয়ায় খুশি ক্রেতারা।সমিতির সিদ্ধান্তের সাথে একমত পোষণ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী ক্রেতা ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা।ক্রেতারা জানান, যেখানে প্রতিটি পরিবারে মানুষের খাবার যোগান দেয়া কঠিন হয়ে পড়েছে, ‘সেখানে দামে ওষুধ কেনাতো অনেকটাই দূরহ ব্যপার। এর মধ্যে ওষুধ সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে, তারা এ ব্যাপারে সাধুবাদ পাবার যোগ্যতা রাখে