কম্বোডিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান নরোদম সিহানুকের নাম অনুসারে রাজধানীর বারিধারায় সড়কের নামফলক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ সড়ক উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ইত সোফিয়া।সড়কটি আগে পরিচিত ছিল বারিধারা পার্ক রোড নামে। উদ্বোধনের সময় তাজুল ইসলাম বলেন, বন্ধুত্বের স্মারক স্বরূপ এ উদ্যোগ। সম্পর্ক আরও গাঢ় হবে দুই দেশের। এপ্রিলে কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধুর নামে সড়ক করা হবে, যেটি এখন নির্মাণাধীন রয়েছে।