কুমিল্লা দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে এস. আর. আদর্শ উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে নানা আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকদের উপস্থিতিতে এ দিবস পালিত হয়। সকালে দিনটিতে উপজেলার বিটেশ্বর ইউনিয়নের এস. আর.আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনন্দ র্যালি,আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান শাহীন আহম্মেদ চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার মেম্বার ও শাহজাহান মাস্টার। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে পক্ষ থেকে আনন্দ র্যালি পদক্ষিণ শেষে বিদ্যালয়ে মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা নার্গিস ও সানা রানী । আলোচনা সভায় বক্তরা বলেন, গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে, তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দিয়ে প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাবরণ করেন শেখ মুজিবুর রহমান। এরপর থেকে শুরু হয় তার সংগ্রামী জীবনের অভিযাত্রা।।আমরা মনে করি মুক্তিযোদ্ধের চেতনায় লালন করতে শিশুদেরকে আগে বঙ্গবন্ধু প্রেমী করে তুলতে হবে ।