সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

এসি ল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪০৪ Time View

সিনিয়র সিটিজেনদের লাঞ্চিত করার দায়ে যশোরের মনিরামপুরের সহকারি কমিশনার ভূমি (এসি ল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করে কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সাইয়েমা হাসানের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ঘটনার পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেশের সকল জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে কোনো নাগরিকের সাথে যেন কেউ খারাপ আচরণ না করেন।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন  বলেন: মাঠ পর্যায়ের কর্মকর্তাদের খারাপ আচরণ কোনভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন: ঘটনার পরপরই ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে ভুক্তভোগী ওই ৩ জনের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে এবং খোঁজখবর নিয়ে আর্থিক সাহায্য করতে।

এর আগে যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক একাধিক ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাদের ছবি তোলার ঘটনায় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন সাইয়েমা হাসান। এ নিয়ে চলা তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করলো জনপ্রশাসন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231