বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনের সংসদ সদস্য,সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। তিনি এক শোকবার্তায় বলেন, অধ্যাপক মো: আলী আশরাফ তার রাজনৈতিক জীবনে জনকল্যাণে কাজ করে গেছেন। তিনি আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের ওই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অত্যন্ত বিনয়ী ও প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন নেতাকে হারালাম। কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিকের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রসঙ্গত, ৩০ জুলাই শুক্রবার বিকাল ৩ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ ওই সংসদ সদস্যের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।