বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন

এখনো টিকে আছে শতাব্দী প্রাচীন কলকাতার সবচেয়ে ছোট্ট মসজিদ

ডেস্ক রিপোর্ট: মো: আবু তাহের নয়ন
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১১৫ Time View

শহর কলকাতার আরেক নাম ‘প্রাসাদ নগরী’। পাথর, বালি ও সিমেন্টের এই শহরে গড়ে উঠেছে ছোট-বড় নানান ইমারত। ইংরেজ আমলের নিদর্শন যেমন রয়েছে, তেমনি মুসলিম শাসকদের আমলের নানান স্থাপত্যও শহরের শোভা বর্ধিত করেছে। এমন সুউচ্চ ইমারতের মধ্যখানে ছোট্ট পরিসরে স্বকীয়তার মহিমা বুকে নিয়ে অবস্থান করছে একটি ছোট্ট মসজিদ। বলা যেতে পারে কলকাতার সবচেয়ে ছোট মসজিদ।

মসজিদটির অবস্থান গড়িয়াহাট ট্রাম ডিপো সংলগ্ন গড়চা রোডে। যে মসজিদে সর্বসাকুল্যে পাঁচ-ছয়জন মুসুল্লি একসাথে নামাজ পড়তে পারেন। বালিগঞ্জ ফাঁড়ি এলাকার ৩৮ নম্বর গড়চা রোডে অবস্থিত এই মসজিদটির বিষয়ে সেভাবে কোনো তথ্য পাওয়া যায় না। তবে সরকারি খাতা-কলমে মসজিদের উল্লেখ আছে। এমনটাই জানান মসজিদের বর্তমান ইমাম বাদিরুদ্দিন খান।

জানা যায়, এর আগে মুয়াজ্জিন ছিলেন সুলেমান আনসারি। মসজিদের খাদেম বা মোতাওয়াল্লির নাম সেখ খলিল। তার বাড়ি তপশিয়া এলাকায়। জানা গিয়েছে, মসজিদটি প্রায় ১০০ বছরের পুরানো। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় এই মসজিদে হামলার ঘটনা ঘটে। তবে স্থানীয় কিছু শান্তিপ্রিয় মানুষের সহযোগিতায় সেই সময়ের মুয়াজ্জিন ও ইমাম তা রক্ষা করেন। গড়চা রোডের এই মসজিদে রয়েছে একটি মাত্র গম্বুজ আর পাঁচটি ছোট মিনার।

মসজিদের ভেতরে ইমাম নামাজ পড়ান। রয়েছে মেহরাব। বাইরে রয়েছে ছোট্ট একটি চাতাল। সেই চাতাল করোগেটেড শিট দিয়ে ঢাকা। রমজান মাসে বাইরের কিছু মানুষ আসেন, তখন সেখানেই নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়।

এক প্রশ্নের জবাবে গড়চা মসজিদের ইমাম বাদিরুদ্দিন খান জানান, পৈত্রিক বাড়ি বিহারে হলেও কলকাতাতেই তার জন্ম ও পড়াশোনা। তিনি প্রায় ছয় বছর ধরেই এই মসজিদে নামাজ পড়াচ্ছেন। তিনি বলেন, পাঁচ-ওয়াক্ত নামাজে চার থেকে পাঁচজন মুসুল্লি আসেন। শুক্রবার জুমার দিনে নামাজ পড়তে আসেন ১৫-২০ জন। জায়গা নেই তাই মসজিদ-চাতাল মিলিয়ে তাদের নামাজ পড়তে হয়। আশেপাশে মুসলিম নেই তবে স্থানীয় হিন্দুদের ভালোবাসা ইমামকে শক্তি জোগায়।

তিনি বলেন, ‘দোয়া চাইতে হিন্দু ভাই-বোনেরাও এখানে আসেন। তবে ইমামের আক্ষেপ পূর্ববর্তী ইমাম ওয়াকফ বোর্ড থেকে ইমাম-ভাতা পেতেন, কিন্তু তিনি পরপর তিনবার আবেদন করেও ভাতা পাননি।’

সূত্র : পুবের কলম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231