আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রাম, রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে পশুর হাটে যাচ্ছে গরুবাহী অসংখ্য ট্রাক।অন্যদিকে ঈদ করতে বাড়ি ফিরছেন শহরমুখী নানান শ্রেনী পেশাজীবী মানুষ । মহাসড়কে সকল ধরনের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ডে চালু করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। এছাড়াও মহাসড়কে জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সড়কে হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে কাজ করছে পুলিশ। ঘরমুখো মানুষের নিরাপত্তা বজায় রাখতে কমিউনিটি পুলিশসহ দু’টি করে টহল টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।