বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ অপরাহ্ন

ঈদকে ঘিরে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার

আলমগীর হোসেন
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৮৮ Time View

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রাম, রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে পশুর হাটে যাচ্ছে গরুবাহী অসংখ্য ট্রাক।অন্যদিকে ঈদ করতে বাড়ি ফিরছেন শহরমুখী নানান শ্রেনী পেশাজীবী মানুষ । মহাসড়কে সকল ধরনের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ডে চালু করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। এছাড়াও মহাসড়কে জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সড়কে হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে কাজ করছে পুলিশ। ঘরমুখো মানুষের নিরাপত্তা বজায় রাখতে কমিউনিটি পুলিশসহ দু’টি করে টহল টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231