দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের বেকিনগর গ্রামে আরাফ আল জায়ান এল.ই.ডি টিভি কাপ শর্ট বাউন্ডারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ খেলায় মোট ২৪ টি দল অংশ গ্রহণ করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো: আলী আহমেদ মিয়াজী। প্রধান আকর্শন ছিলেন, দাউদকান্দির মালীগাওঁ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আল-আমিন মিয়াজী। সাইফুল ইসলাম রাফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সালেহ আহম্মেদ, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো: শাহজালাল, সমাজ সেবক মো: সুরুজ শিকদার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। খেলা পরিচালনা করেন মো: ইমাম হোসেন মিয়াজী এবং আরিফুল ইসলাম । ধারাভাষ্যে ছিলে এস এম মিজান । খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো। খেলায় রাসেল সাংবাদিক ঐক্য ফোরাম একাদশ চ্যাম্পিয়ন লাভ করেন এবং রানার্সআপ হয়েছেন শেখ সাত্তার একাদশ।