শুক্রবার দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়ট গঞ্জ ইউনিয়নের টামটা জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে ৪১ দিনব্যাপী তাকবীর উল্লার সাথে জামায়াত নামাজ আদায় করা মুসল্লিদের মাঝে স্কাইভিউ নেটওয়ার্কিং ক্যাবল এর সৌজন্যে ইলেক্ট্রনিক ও দৈনন্দিন ব্যবহার্য জিনিস পুরস্কার করা হয। হাজী মোঃ হাসেম মোল্লা সভাপতিত্বে মাওলানা আবুল হাসনাত তরিকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোতাহার হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী আহমদ মিয়াজী, সানিয়র সহ সভাপতি মোহাম্মদ আবদুর রশিদ, স্কাইভিউ ভিউ নেটওয়ার্কিং ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসিরুল্লাহ , অনুষ্ঠানের আয়োজক ওয়াসিম খান , হাজী ডাক্তার ফজলুল করিমসহ টামটা গ্রামের সুদী গুণীজন মুসল্লিও ছোট কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মসজিদ কমিটির ও স্কাইভিউ ভিউ নেটওয়ার্কিং ক্যাবলের সার্বিক সহযোগিতায় ‘ চলো মসজিদে যাই, ফজর নামাজে শরীক হই’ নামের ৪১ দিনব্যাপী তাকবীর উল্লার সাথে জামায়াত নামাজ আদায় করা চালু করা হয় । এলাকার মুসুল্লিদের উপস্থিতিতে এই কার্যক্রমের লক্ষ্য ছিলো- শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে।