সম্প্রতি আর্ন্তজাতিক গনমাধ্যম আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত একটি প্রতিবেদন প্রসঙ্গে সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, দেশীবিদেশী আন্তর্জাতিক চক্র আল-জাজিরার ওই ষড়যন্ত্রের সাথে জড়িত। তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তি, ৭৫ এর ঘাতক এবং যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল তারাই এই দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ¦ লিটন সরকারের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহ-সভপাতি সালেহ আহমেদ টুটুল, ড. আসাদুজ্জামান খান রিন্টু, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম। করোনাকালীন সময়ে মৃতদেহ দাফন/ সৎকার, খাদ্য সহায়তা ও এলাকায় মাদক মুক্ত করায় , আয়োজক আলহাজ¦ মোহাম্মদ লিটন সরকারের গঠিত কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছসেবকলীগ ১০১ টিমের প্রশংসা করেন বক্তারা।
আলোচনা শেষে এক হাজার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।