দুস্থ মানবতায় সহযোগিতার লক্ষ্যে দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের যুবকেরা গত ৪ সেপ্টেম্বর ২০২০ সালে আলোর দিশারী সেচ্ছাসেবী সংগঠনটি গঠন করে । এটি একটি অরাজনৈতিক সংগঠন । এ সংগঠনের সদস্যরা বিভিন্ন সমাজ সেবামূলক কার্য়ক্রম করে চলেছে । সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মসজিদ ও কবরস্থানের উন্নয়নমূলক কাজ, গরীব ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার প্রতি উৎসাহিত করে আসছে এবং প্রায় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে । তারই ধারাবাহিকতায় আজ ১১ ডিসেম্বর ৫০ জন দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন আলোর দিশারী সেচ্ছাসেবী সংগঠনটি ।
এসময় উপস্থিত ছিলেন মোবারক হোসেন চৌধুরী প্রাক্তন প্রধান শিক্ষক,বিশিষ্ট রাজানিতিবীদ হুমায়ুন কবির ভূইয়া, মো: রকিব উদ্দিন সরদার, মো: শাহীন আহমেদ চৌধুরী প্রধান শিক্ষক এস আর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোসা: নুরজাহান বেগম প্রধান শিক্ষক তিনপাড়া পাড়া সরকারি প্রা: বিদ্যালয়, মতিন ব্যাপারী, মো: আব্দুল আউয়াল, মো: আবু মুছা মেম্বার, মো: আমির হোসেন মেম্বার, মো: মুক্তার মেম্বার, মো: মুক্তার গোলজার, সংগঠনটির সভাপতি রিমন ভুইয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং সহ সভাপতি মো: মানিক সহ আরও অনেকে।