বাংলাদেশ আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় রাধানগরের আমান উল্লাহ আমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সম্প্রতি এই উপ-কমিটি অনুমোদন দিয়েছেন। কৃষিবিদ ড. মির্জা জলিলকে এই কমিটির চেয়ারম্যান ও ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করা হয়েছে। আমান উল্লাহ আমান এই উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লার মেঘনা-হেমানা, দাউদকান্দি ও তিতাস উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আমান উল্লাহ আমান বাংলাদেশ ছাত্রলীগ এর তৃণমূল পর্যায়ে রাজনীতি শুরু করে পরবর্তীতে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি এবং এরপর কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হিসাব বিজ্ঞান বিভাগের আহ্বায়ক নির্বাচিত হয়ে তিনি একই বিশ্ব বিদ্যালয়ের উপ-প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণের স্বেস্ছাসেবক লীগের সদস্য পদ লাভ করে পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৪ ও ২০১৮ নির্বাচন এ আমান উল্লাহ আমান গত ২ বার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।