কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফে’র সহযোগিতায় আলোচনা সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর মঙ্গলবার সকালে এতে এলাকার প্রবীনদের পাশাপাশি নবীনরা অংশ গ্রহন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিডিএ উপ-এরিয়া অফিসার মোঃ আঃ জলিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন জোয়ার্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ অলি উল্লাহ মুন্সি। প্রধান আলোচক রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কৃষি পরিবেশ সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত বলেন ‘ প্রবীনরা হচ্ছেন আমাদের দাদা, দাদী, বাবা, মা, কাকা, জেডা এবং সমাজের মুরুব্বীজন। তাদের হাত ধরে আমাদের বেড়ে ওঠা। বড়দের আদর স্নেহে, মমতায় আমরা যেমন বেড়ে উঠেছি সেটা মনে রেখে তাদেরকে ও মূল্যায়ন করতে হবে।” উপস্থিত থেকে কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ হাসান আলী, কর্মসূচি সংগঠক মোঃ আলাউদ্দিন, শাখা ব্যাবস্থাপক মোঃ মাসুদ আলম, সীম প্রকল্পের সমন্বকারী মোঃ শাহজাহান প্রমুখ।