আজ ১ মে । মহান মে দিবস। এই দিবসটি জাতীয় জীবনের প্রেরণার পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায় করার দিন । ইসলামে রয়েছে শ্রম অধিকার । রাসুল (সঃ) বলেছেন- শ্রমিকের ঘাম শুকানোর আগে পরিশ্রম বুঝিয়ে দেবার জন্য । শ্রমজীবী মানুষের আজকের এই দিনকে স্বরণীয় রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এই বিষয়টি তুলে ধরা পাশাপাশি দৈনিক পত্রিকা ও টিভিগুলোতে শ্রমিকের অধিকার ও তাদের জীবন নিয়ে তুলে ধরা হচ্ছে প্রামাণ্যচিত্রসহ ধরা হচ্ছে বিশেষ সংবাদ । সারাদেশের মতো কুমিল্লা দাউদকান্দি উপজেলায় শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনা সৃষ্টি করতে অনেকের ফেইসবুকে তুলে ধরছেন । শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার দিন। প্রতি বছরের মতো সারা বিশ্বে আজো দিনটি পালিত হচ্ছে। তবে অন্য আঙ্গিকে, অন্য আয়োজনে। বিশ্বে মহামারী কোভিড-১৯ আতঙ্কের কারণে আজ অনেকটা ঘরোয়াভাবেই পালিত হচ্ছে দিনটি। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। করোনার কারণে শ্রমিজীবী মানুষ কষ্টের ভেতরে থেকেই দিনটি পালন করবেন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে সারা বিশ্বে এই দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। যদিও কোভিড-১৯-এর কারণে দেশে এমনিতেই সাধারণ ছুটি চলছে। অধিকাংশ সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের গণপরিবহন বন্ধ রয়েছে। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। অলিগলির ছোটখাটো দোকান থেকে মার্কেট, বিপণি বিতান সব বন্ধ রয়েছে।