বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন

আজ বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি। প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে কঠিন সময় পার করছে দলটি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে দলের চেয়ারপার্সন। নানা সংকটে রাজনীতির মাঠে অনেকটাই কোণঠাসা। তবে এখনও দলের নেতারা মনে করছেন জনগণের শক্তি নিয়েই ঘুরে দাঁড়াবে বিএনপি। প্রায় এক যুগ ক্ষমতার বাইরে থাকা প্রধান রাজনৈতিক দল বিএনপি- গেল দুই বছর ধরেই দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেই পালন করছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় নির্বাচনে অংশ নিলেও রাজনৈতিক মাঠে কার্যকর অবস্থান তৈরি করতে পারেনি দলটি। সভা সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেও রাজপথে জোরদার আন্দোলনের অভাব অনেকটাই কোণঠাসা করেছে দলটিকে। যদিও দলের শীর্ষ নেতারা বলছেন বর্তমান অবস্থা কাটিয়ে বিএনপি সামনে এগিয়ে যাবে। এই সরকারের প্রতি মানুষের আস্থা উঠে গেছে বলেও দাবি করে বিএনপির এই নেতা বলেন জনগনকে সাথে নিয়েই আন্দোলন গড়ে তোলা হবে। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর খালেদা জিয়া হাল ধরেন বিএনপি’র। ’৯১ ও ২০০১ সালে দলকে ক্ষমতায় আনেন। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক ভুলের আবর্তে ঘুরপাক খাচ্ছে বিএনপি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231