আজ বুধবার দিবাগত রাতটিই ‘ভাগ্যরজনী’। আরবি ভাষায় যাকে বলা হয় লাইলাইতুল কদর (লাইলাতুল শব্দের অর্থ রাত বা রজনী, কদর শব্দের অর্থ ভাগ্য বা সম্ভাবনা)। এটিকে অবশ্য শবে কদরও বলা হয়ে থাকে। এই রাতেই হেরা পর্বতের গুহায় শেষ নবী হজরত মোহাম্মদ (সা.) এর কাছে সর্বপ্রথম পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআন শরীফে এই নামে একটি সুরাও আছে। এসব কারণে বিশ্বের সব মুসলমানের কাছে এটি অত্যন্ত মর্যাদার রাত। আজকের রাতটিই যে লাইলাতুল কদর, তেমনটা অবশ্য শতভাগ নিশ্চিত করে কোথাও বলা হয়নি। ২০ রমজানের পর যেকোনো বেজোড় রাতই হতে পারে সেই কাঙ্খিত রাত। তবে অধিকাংশ আলেমগণ এ বিষয়ে একমত হয়েছেন যে, ২৬ রমজান দিবাগত রাতই লাইলাতুল কদর। লাইলাতুল কদরের জন্য সরকারি ছুটিও হয়ে থাকে এই রাতকে ঘিরেই। পবিত্র কোরআনে এই রাতকে অভিহিত করা হয়েছে ‘হাজার মাস অপেক্ষা উত্তম’ রজনী। এই রাতে আল্লাহ তায়ালা মানব জাতির ভাগ্য নির্ধারণ করে থাকেন। মানুষ যা চাইবে তা কবুল করার জন্য উদগ্রীব হয়ে থাকেন তিনি। তাই মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অনেক বেশি। বিভিন্ন ইবাদত-বন্দেগী আর প্রার্থনায় রাতটি কাটিয়ে দেন মুসলমানরা।