দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মেজর (অব.) সুমন একাডেমি ফুটবল প্রীতি ম্যাচে আগামীকাল সোমবার লড়াই করবেন দুই সুমন।
এই খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।
উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান বাবুল।
এতে সভাপতিত্ব করবেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিনুল হাসান।
ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমন এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন দুই জনই খেলোয়াড়দের সাথে মাঠে লড়াই করবেন।
খেলাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। খেলায় লক্ষাধিক দর্শক উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে।