কুমিল্লার দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বিশিস্ট ব্যবসায়ী ও আওমীলীগ নেতা লিটন আব্বাসীর ছেলে রিগান আব্বাসীর বিবাহের আয়োজন করা হয়েছিলো একটু অন্যরকমভাবে । প্রাচীন বাংলার হারিয় যাওয়া ঘোড়ার গাড়িতে চরে বিয়ে আয়োজনে মোগল সম্রাটের ঐতিহ্যকে যেন তুলে ধরেছে এই বিয়েতে সুবিন্যাস্তভাবে ।ঘোড়ার গাড়িগাড়িতে চরে বরপক্ষের বিবাহের আয়োজন দেখে মোহাম্মদপুর ও সুন্দলপুর ইউনিয়নে দুই পরিবারের লোকজন অন্যরকম এক উতসবে মেতে উঠতে দেখা গেছে । ছোট বড় সকলেই ঘোড়ার গাড়িতে পাত্র পক্ষকে দেখার আগ্রহে যেন কোন কমতি ছিলোনা । ঘোড়ার গাড়িতে চরে বিবাহের অনুষ্ঠান করায় এই বিবাহটি যেন এক ব্যতিক্রম মাত্রায় রুপ পায়। বিবাহের আয়োজনে অতিথিদের সাড়িতে ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইন । সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদ আলম । বিবাহ আয়োজনে ঘোড়ায় গাড়িতে চরে আসা নাতীর প্রতি নানা হাছানের ভালোবাসাটি যেন সকলের কাছে এক অন্যরকম বিষয় ছিলো। বিয়ের আয়োজনে ঘোড়ার গাড়িতে চরে আর মোটর সভাযাত্রা বরপক্ষে গাড়ী বহরের এই বিবাহের আয়োজন দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন । অনেকেই মনে করছেন ঘোড়ার গাড়িত চরে বিবাহের আয়োজন বাংলারে ঐতিহ্য । সেই ঐহিত্য দিন দিন হারিয়ে গেলেও এই বিবাহের আয়োজনে যেন নতুন করে ফুটে উঠেছে । চিরাচরিত মতোই ঘোড়া গাড়ির চারপাশে সাজানো হয়েছিলো ফুলের রঙ্গে ।