বাবা ফুটবলের ভক্ত। বাবার কাছ থেকে গল্প শুনে ফুটবলের প্রতি ছোট বয়সেই আকর্ষণ জন্মেছে ছেলের। প্রিয় দলের খেলা দেখতে বাবার সঙ্গে স্টেডিয়ামে যায় সে। প্রিয় দলের জার্সি পরে উচ্ছ্বাসও করে। কিন্তু সে চোখে দেখতে পায় না। তাই স্টেডিয়ামে বাবা তাঁকে বলে দেন, কী ঘটছে মাঠে। কোন ফুটবলার বল নিয়ে দৌড়চ্ছেন, কে গোল করলেন, গোল হতে হতেও না হওয়া— এ সবই সে জানতে পারে পাশে বসে বাবার দেওয়া ধারাভাষ্য থেকে।
স্টেডিয়ামে বসে দৃষ্টিশক্তিহীন ছেলেকে ধারাভাষ্য দেওয়ার দৃশ্য সম্প্রতি ধরা পড়েছে ক্যামেরায়। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে কলম্বিয়ার আতলেটিকো জুনিয়র ফুটবল ক্লাবের ফ্যান অ্যাকাউন্ট থেকে। এই মর্মস্পর্শী ঘটনাটি সেই দেশেরই। পোস্ট করার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।