অগ্রণী ব্যাংক লিমিটেড মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপকদের বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর জেলার অঞ্চল প্রধান মিসেস গীতা মজুমদার।
তিনি বলেন, চাঁদপুরের প্রতি আমাদের দরদ আছে। চাঁদপুর সর্বক্ষেত্রে এগিয়ে যাক আমরাও তা চাই। অগ্রণী ব্যাংক হচ্ছে একটি রাষ্ট্রীয় ব্যাংক, এটি একটি ১৬ কোটি মানুষের ব্যাংক। যে ব্যাংক থেকে মানুষ লোনের মাধ্যমে সেবা নিয়ে অনেক উপকৃত হচ্ছেন।
তিনি বলেন, আমরা যারা ব্যাংকের বিভিন্ন পদে কর্মরত আছি তাদেরকে মনে রাখতে হবে গ্রাহকদেরকে সঠিক সেবা দিয়ে অগ্রণী ব্যাংকের সুনামকে ধরে রাখতে হবে।
মিসেস গীতা মজুমদার বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড সবসময়ই গ্রাহকমুখী ব্যাংক। গ্রাহকদের আমরা আমাদের পরিবারের অংশ হিসেবেই গণ্য করি।
তিনি অগ্রণী ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানান এবং ব্যাংকের সঙ্গে গ্রাহকদের এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপ-মহাব্যবস্থাপক মিসেস গীতা মজুমদার ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন ব্যাংকের পুঁজি নগদ টাকা নয় বরং বিশ্বাস। রাস্তা হারানো যাবে না, গন্তব্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। অগ্রণী ব্যাংক সারা দেশে গ্রাহকদের আস্থা ও বিশ^াস তৈরি করতে পেরেছে। আমরা যারা অগ্রণী ব্যাংকে কর্মরত আমাদের সবারই লক্ষ্য গ্রাহকদের ভালোবাসার মনিকোঠায় স্থান অর্জন করা এবং গ্রাহকদের আস্থা ও বিশ^াস অর্জন করা।
অগ্রণী ব্যাংক লিমিটেড মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. রহমত আলীর বিদায় এবং নবাগত ব্যবস্থাপক চাঁদপুর অফিসার সমিতির সিনিয়র সহ-সভাপতি ও প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুর রহমান ব্যবস্থাপক হিসেবে যোগদান উপলক্ষে বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড ছেংগারচর বাজার শাখার গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী কর্তৃক এ বিদায় বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর অফিসার সমিতির সভাপতি ও মতলব বাজার শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংক লিমিটেড ছেংগারচর বাজার শাখার সিনিয়র অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ শেখ ফরিদ বেপারীর পরিচালনায় বিদায় বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান সিদ্দিকী, আঞ্চলিক পরিষদ চাঁদপুরের অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শরীফ উল্লাহ দর্জি।
বক্তব্য শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের বিদায় ও বরণ করা হয়।