কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন” প্রকল্পের ২৭৬ নারীর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী বিআরডিবি চত্ত্বরে নিরাপদ দুরত্ব বজায় রেখে ইউএনডিপি ও ইউনাইটেড গ্রুপের এর যৌথ উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এতে প্রতিটি উপকারভোগী ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, সায়াবিন তেল ১ লিটার, ১ কেজি চিড়া ও ২টি করে সাবান পেয়েছেন।
খাদ্যসামগ্রী বিতরনকালে উস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ইউএনডিপি স্বপ্ন প্রকল্পের লালমনিরহাট জেলা ব্যাবস্থাপক মোহাম্মুদুল হক, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সোহেল রানা, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার প্রোজেক্ট অফিসার গোলাম মোস্থফা, ফুলবাড়ী ইউনিয়ন ওয়ার্কার হেলেনা খাতুন প্রমুখ।