সেচ্চা শ্রমে জাগো বৈইলঘর একটি সামাজিত সংগঠনের নেতৃত্বে দেড় কিলোমিটার মানুষ চলাচলের অনুপযোগি রাস্তায় ইটের খোয়া ফেলে রাস্তা পূর্ননির্মান করেছেন। জানাযায়, গত ৪দিন যাবৎ মুরাদনগর উপজেলা আকুবপুর ইউনিয়নের বৈলঘর রাজাবাড়ী গ্রামের রাজাবাড়ি মোড় থেকে বৈইলঘর বাজার পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার উপর ২৫ টাক্টর বালু ও ২৫ টাক্টার ইটের খোয়া ফেলে রাস্তাটি পূর্ননির্মান করেছে বৈইলঘল জাগো একটি সামাজিক সংগঠন। ওই এলাকার অটোচালিত সিএনজি , রিক্সা ও ভ্যান গাড়ি চালকরা সেচ্ছা শ্রমে ও জাগো বৈইলঘর সংগঠনের অর্থদিয়ে দেড় কিলোমিটার রাস্তাটি পূর্ননির্মান করা হয়েছে। মানুষ চলাচল অনুপোগি রাস্তাটি পূর্ননিমান কালে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সহ প্রকৌশলী মাসুদুর রহমান মজুমদার,মুরাদনগর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাঙ্গরা বাজার থানা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সমাজ সেবক ?অধুধ সরকার, ডাঃ খন্দকার কবির আহম্মদ, জাগো বৈইলঘর সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ফয়সাল, সাধারণ সম্পাদক আক্তার হোসেন,সহ সাধারণ সম্পাদক টিটু, সদস্য ইসমাইল, জোয়েল, রাসিব ও সোহাগ প্রমুখ।