বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা’র সিনিয়র রিপোর্টার এফ.এম. মুশফিকুর রহমান নিখোঁজ রয়েছেন । ৩ আগষ্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না । শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার মামা এজাবুল হক । তার বাবা আক্তারুজ্জামান জানান, গুলশানে মামার সাথে দেখা করে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরার জন্য রওনা দেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি । তিনি আরো জানান, গত ২১ জুলাই মুশফিকুরকে প্রাণনাশরে হুমকি দিয়েছিলো অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগও করনে তিনি । ৪ আগষ্ট রবিবার গুলশান থানার অফিসার ইর্নচাজ মোঃ কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মুশফিকুর রহমানকে খুঁজে পেতে সব রকমরে প্রচেষ্ঠা চালানো হচ্ছে। ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন মোহনা-তে প্রতিবেদক হিসেবে কাজ করে আসছেন মুশফিকুর রহমান । তিনি মোহনা টিভির প্রধানমন্ত্রী বিটের রিপোর্টার । এছাড়াও তার নিজ গ্রাম দাউদকান্দির চরগোয়ালী খন্দকার নাজির আহমদে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি । এদিকে নিখোঁজ সাংবাদিক এফ.এম. মুশফিকুর রহমানকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।