বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেবিদ্বার থানাধীন নুড়িতলা আতাপুর এলাকায় ১৪ মে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে প্রায় ১ ঘন্টা আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রায় একহাজার শ্রমিক সড়ক অবরোধ করে।পরে আগামী সোমবার শ্রমিকদের সমস্ত বেতন বকেয়া পরিশোধ করে দেবে মালিকদের এমন আশ্বাস পেলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এই সময় রাস্তার দুই পাশে প্রায় তিন কিলোমিটার রাস্তা যানজট হলে চান্দিনা, দেবিদ্দার থানা ও ইলিয়টগঞ্জ পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।