গত ২৭ এপ্রিল রোজ সোমবার সকাল ৮ ঘটিকায় লেবাননের আধুনিজ এলাকার ফোল্ডার কোম্পানি সংলগ্ন হইতে এক বাংলাদেশি নারী কর্মী নিখোঁজ হয়েছেন। তার নাম শারমিন, পিতাঃ-কাল বেপারি, মাতাঃ- মজিলা বেগম, মাদারীপুর তার জম্মস্হান। সে গত বেশকিছু দিন যাবত শারীরিক অসুস্থতায় ভোগছিলেন।২৭ এপ্রিল সকালে নিকটবর্তী ফ্যার্মাসিতে সাময়িক ঔষধ নিতে যাচ্ছেন বলে তার স্বামীকে সামাজিক যোগাযোগ WhatsAppতে ভয়েস ম্যাসেজে জানান। সেই ম্যাসেজের পর থেকে শারমিন বাসায় ফিরে আসে নেই এবং তার সাথে আর কোন যোগাযোগ করতে পারেনাই বলে জানায় তার স্বামী আহমেদ। সেই থেকে অবদি পর্যন্ত লেবাননের বিভিন্ন হাসপাতালসহ পরিচিত স্বজনের নিকট খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায় নেই। এব্যাপারে তার স্বামী বৈরুত বাংলাদেশ দূতাবাসে বিষয়টি অবগত করেন এবং দূতাবাসও তার সন্ধানে থানাসহ বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে যাচ্ছে। কিন্ত দীর্ঘ প্রায় ৫/৬ দিনে অনেক চেষ্টার পরও তার খোঁজ মিলে নেই। এমতাবস্থায় কোন সুহৃদয়বান তার অবস্থান বা সন্ধান পাইলে বৈরুত দূতাবাস অথবা তার স্বামীকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়। যোগাযোগ নাম্বার :- দূতাবাস:- 70635 278 স্বামী আহমেদ এর নাম্বার :- 70500913