চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০ হাজার মিটার সুতার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৃথক দু’টি অভিযানে হাইমচর উপজেলার মাঝির বাজার, মিয়ার বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করে কোস্টগার্ড। কোস্টগার্ড পেটি অফিসার মো. ইমদাদুল হক জানান, মেঘনা নদীর মাঝির বাজার ও মিয়ার বাজার সংলগ্ন এলাকা থেকে ৩০হাজার মিটার কারেন্টজাল ১০হাজার মিটার সুতার জাল, সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে ৫০হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো কোস্টগার্ড জেটির পাশে মেঘনা নদীরে পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের সাথে কোন জেলে আটক হয়নি। উল্লেখ্য, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস সরকার চাঁদপুর অভয়াশ্রম এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে।