কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে ২৩ শে সেপ্টেম্বর দুপুরে দৌলতপুর উপজেলার আদিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে মা বানেরা খাতুনকে কুপিয়ে হত্যা করে নিজ ছেলে জুয়েল সরদার।এ ঘটনায় বাবা আজিজুর রহমান দৌলতপুর থানায় জুয়েলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৩১ শে জানুয়ারি জুয়েলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জামা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।