ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সা:) কে অবমানা করে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে নবী প্রেমিক তাওহীদি জনতার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় কয়েক হাজার মানুষ এই প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন। পীরে কামেল আল্লামা আব্দুল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। তাদের উৎপাদিত সকল পণ্য বর্জন ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। দ্বীন ও ঈমানের স্বার্থে দলমত নির্বিশেষে সকল মুসলমানকে এক কালেমার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।সমাবেশ থেকে সরকারের প্রতি ফরাসী রাষ্ট্রদূতকে ডেকে এনে এই ঘটনার কৈফিয়ত তলব এবং অনতিবিলম্বে ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কট করা। এ ঘটনায় জাতীয় সংসদ অধিবেশন নিন্দা প্রস্তাব করা। ফরাসী সকল পণ্য বর্জন, বাংলাদেশে শিক্ষার সকলস্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী পাঠ্য তালিকার অন্তর্ভূক্ত করা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নায়েবে আমির আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা মুফতী সোলাইমান, মাওলানা নজীর আহমদ, মাওলানা সফিকুল ইসলাম, মাওলানা আল্লামা আহসান উল্লাহ, নজরুল ইসলাম ফয়াজী, মাওলানা মোসলেহ উদ্দিন বেলালী, মাওলানা আবু বক্কর বিন জিহাদী, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা আবু ইউসুফ মুন্সী, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা নুরুল হক আনসারী, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মুহসীন উদ্দিন বেলাল,মুফতী নাছির উদ্দিন কাসেমী, মাওলানা আহসান উল্লাহ সহ আরো অনেকে। এসময় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।