দিনাজপুরের বিরামপুরে পৌর ও উপজেলা শাখা যুবদল এর আয়োজনে মঙ্গলবার (২৭ অক্টোবর) নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিরামপুর পৌর শাখা যুবদল এর উদ্যোগে বিকেল ৪টায় বি,এন,পি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে পৌর যুবদল এর আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ বিন আশরাফীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি, যুগ্ম আহবায়ক সুমন সওদাগর, আহবায়ক কমিটির সদস্য সাদেকুল ইসলাম, মাজেদুর রহমান নাদিম, একরামুল হোসেন, রাব্বি আল-আমিন প্রমূখ। এতে আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অপরদিকে একই স্থানে বিকেল ৫টায় উপজেলা যুবদলের পক্ষ থেকেও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।