বিজয়ের মাসে জাতীয় সংগীতের মাধ্যমে ৬ষ্ঠ দিনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী অব্যবহ রেখেছেন দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য সহকারীরা । “ভ্যাকসিন হিরোর সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যে বুধবার সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দাউদকান্দির আয়োজনে এ কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করে। বক্তারা বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষনা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা এবং চলতি বছরের ২০ ফেব্রুয়ারী স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে । এসময় বক্তারা নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের দাবি তোলেন এবং দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। কর্মবিরতিতে সংগঠনের সভাপতি মো: শাহ আলম, সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক তৈয়মুর হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, সদস্য মনিরুজ্জামান, শিল্পী রানী, ইন্সপেক্টর কমলা রানী দেবনাথ, সহকারী ইন্সপেক্টর আল-আমিন ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।