আজ ১৯ সেপ্টোম্বর শনিবার বিকাল ৩টায় মৌটুপীস্থ সিকদার রোডের ফাইভ ষ্টার টাওয়ারে কুমিল্লা উত্তর জেলাধীন তিতাস উপজেলা কৃষকলীগ কতৃক আয়োজিত বাংলাদেশ কৃষকলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলার বৃক্ষরোপন কমিটির আহ্ববায়ক হাজ্বী মো: শাহ আলম সরকারের সনচালনায় , তিতাস উপজেলা কৃষকলীগের সভাপতির মজনু সরকারের সভাপত্বিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কুমিল্লা অনচলের সম্বনয়ক হিজবুল বাহার রানা । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারর্থী দত্ত.
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষলীগের কেন্দ্রীয় কমিটির ডা: মো: মজিবুর রহমান মিয়াজী ও কৃষনো গোপাল পাল ,বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা কৃষকলীগের সাধরণ সম্পাদক হাজ্বী আব্দুল খালেক ,তিতাস উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি খোরশেদ আলম মোল্লা ।বক্তারা তিতাস উপজেলায় কৃষকলীগের সাংঘঠনিক শক্তিকে আরে শক্তিশালী করতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ব আহ্বান জানানো হয় । তিতাস উপজেলা কৃষকলীগে কাজ করার বিশেষভাবে সক্রীয় থাকায় হাজী মো: শাহ আলম সরকারসহ কৃষকলীগের সকল সদস্য ওয়ার্ড এবং আগত উপস্থিতিদের ধন্যবাদ জানান।একই সঙ্গে কৃষকলীগ কুমিল্লা উত্তর জেলা ও বিভিন্ন উপজেলাকে ভ্রাত্ববন্ধনে দলীয় যে কোন কর্মসূচীতে নেতাকর্মীদের অংশগ্রহণে বিশেষ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান করেন ।