জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম প্রতিনিধি:সারাদেশে যখন করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে অসহায় ও দুস্থ মানুষ মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ঘরে নেই খাবার ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে মেনে বাংলাদেশ ছাত্রলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার আহবায়ক মানিক মিয়া বাবুর উদ্যোগে ও এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেড়শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মাঝে মিষ্ঠি কুমড়া,আলু,ডাল ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কুরুষা-ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইযুব আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।