৮ আগষ্ট ২০২০, শনিবার, করোনাকালীন পরিস্থিতেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত সাংবাদিকদের মানবিক সহায়তায় ২২ জনকে ২ লাখ ২০ হাজার টাকার চেক, দাউদকান্দি উপজেলা মিলনায়তনে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)অাসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ অালী ভূঁইয়া চেক বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান, উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অাহসান হাবিব চৌধুরী,বাসসের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কামাল আতাতুর্ক মিসেল, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকিব, উপজেলা মহিলা অাওয়ামীলীগের সভাপতি জেবুন নেছা জেবু ও সাধারন সম্পাদক লায়লা হাসান,দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম লিপু,সাংবাদিক শামীম রায়হান, সাংবাদিক লিটন সরকার বাদলসহ কুমিল্লা উত্তর জেলায় কর্মরত ২২ জন সাংবাদিক। করোনা পরিস্থিতিতে এই সহায়তা প্রদান করায় কুমিল্লা উত্তর জেলার সাংবাদিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাংবাদিকে প্রধানমন্ত্রী অনুদান প্রদানে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে পিআইবি’র মহাপরিচালক এবং একুশে পদকপ্রাপ্ত জাফর ত্তয়াজেদ মহোদয়কে ধন্যবাদ জানান।