দিনাজপুরের বিরামপুরে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এর প্রকল্প পরিচালক (উপ সচিব) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খাঁন। তিনি ইতিপূর্বে দুই বছরেরও অধিক সময় সফলতার সাথে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। উপ সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খাঁন জানান, বিরামপুর উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পালনকালীন সময়ে এ উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে গভীর মমত্ববোধ ও সুসম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই টানেই বিরামপুর উপজেলা পরিদর্শনে এসেছি। পরিদর্শনকালীন সময়ে উপজেলা প্রশাসন ও পরিষদ, বিরামপুর প্রেসক্লাব, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপ সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খাঁনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম সহ সরকারি অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের দিনাজপুর জেলার প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খাঁন।