শুক্রবার বিকেলে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভানী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো মনিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলার কৃষকলীগের সদস্য সচিব সেলিম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা হানিফ খান, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য জাহানারা আক্তার, মেঘনা উপজেলা কৃষকলীগের সম্পাদিকা সুমা আকতার, মাহমুদ আক্তার, আলী আশরাফ মেম্বার, সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনে ৮ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হলেন জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন।।