কুমিল্লার দাউদকান্দি এবং হোমনা পৌর নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে সারা দেশে চতুর্থ ধাপে ৫৬ টি পৌর সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ তারিখ , মনোনয়ন পত্র বাছাই ১৯ জানুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ জানুয়ারী এবং প্রতীক বরাদ্ধ ২৭ জানুয়ারী। আগামী ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন জানান, ৫৬ টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।