দাউদকান্দিতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়াতে, আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দ্বিতীয় বারের মত নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
শনিবার দুপুরে হঠাৎ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি চিকিৎসক, নার্স, রোগীদের সঙ্গে সময় কাটান। তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
পরে তিনি “ কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ” সিএইচসিপিদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, মেডিকেল অফিসার ডা: মো: হাবিবুর রহমান, ডা: আমেনা বেগম রাবেয়া, ডা: ফাবলিনা নওশিন, ডা: নজরুল ইসলাম ডালিম উপস্থিত ছিলেন।