“মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এ স্লোগানে এবার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে।
এ উপলক্ষে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিশ্বরোড, গৌরীপুর বাসষ্ট্যান্ড, জিংলাতলী অংশে পথচারীদের লিফলেট বিতরণ ও ফুটওভার ব্রীজ ব্যবহারে সচেতনতা করেন। স্পীডগানের মাধ্যমে গাড়ির গতি নির্ধারন করা হয়।
বুধবার দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গৌরীপুর সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নিসচা’র সদস্য মোহাম্মদ রোমান, নিসচা’র সদস্য মো: নাজমুল হাসান এবং হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।