ক্রসকান্ট্রি জিপ গাড়ী পেলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন। ৭ এপ্রিল মঙ্গলবার ঢাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ীর চাবি হস্তান্তর করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এম.পি । এসময় স্বাস্থ্য সচিব সহ মন্ত্রণালয়ের অন্যন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । এতো দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোন গাড়ি ছিল না। কর্মকর্তাকে মোটরসাইকেলে ও বিভিন্ন যানবাহনে করে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করতে হতো। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুকুলে তা প্রদান করেন। উল্লেখ্য যে স্বাস্থ্যখাতে অর্জিত সাফল্য আরো সুদৃঢ় করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।