কুমিল্লার দাউদকান্দি পৌর নির্বাচনে বিপুল ভোটে মেয়র পদে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন নাইম ইউসুফ সেইন। রিটার্নিং অফিসার ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান তাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন। আ’লীগ মনোনীত নৌকা প্রতীকে বর্তমান পৌর মেয়র নাইম ইউসুফ সেইন পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৩৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে মোহাম্মদ আবু মুছা পেয়েছেন ১ হাজার ৩৬ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নূর মোহাম্মদ সেলিম সরকার পেয়েছেন ৮ শত ২৯ ভোট। রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত ইভিএম পদ্ধতিতে ৯ টি ওয়ার্ডে ১৭ টি ভোট কেন্দ্রের ৮৯ টি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিলো লক্ষ করার মতো। এবারই প্রথম দাউদকান্দিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হলো। ভোট কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন ছিলো। দুপুরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন, রিটার্নিং অফিসার ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান প্রমূখ। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-১নং আসনে মোসাম্মৎ তাছলিমা বেগম (জবা ফুল) ১৮৯৫ ভোট ও ২ নং আসনে নুরুন নাহার (আনারস) ২৯৬৪ ভোট এবং ৩নং আসনে লাভলী আক্তার (চশমা) ১৭১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর ১ নং ওয়ার্ডে আ: হক মীর (পাঞ্জাবি) পেয়েছেন ৫৮৬ ভোট, ২ নং ওয়ার্ডে মো: শামীম মিঞা (পানির বোতল) ৯০৪ ভোট, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ( ঢেঁড়শ) ৪৪৯ ভোট, ৪ নং ওয়ার্ডে সাকিব আহমেদ (ডালিম) ৯৩৩ ভোট, ৫ নং ওয়ার্ডে মো: বিল্লাল হোসেন (পাঞ্জাবি) ১৪৫৪ ভোট, ৬ নং ওয়ার্ডে সালাউদ্দিন ( উটপাখি) ৬৪৪ ভোট, ৭নং ওয়ার্ডে মো: এনামুল হক (উটপাখি) ১১৫৯ ভোট, ৮ নং ওয়ার্ডে মো: দেলোয়ার হোসেন প্রধান ( উটপাখি) ৬৮৫ ভোট এবং ৯নং ওয়ার্ডে মো: রকিব উদ্দিনি রকিব ( উটপাখি) ১২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।