কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার (২৬) গুরুতর অসুস্থ । তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোট দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়া হচ্ছে । সব মিলিয়ে পরিস্থিতি জটিল । ফুসফুসে সমস্যা নিয়ে দাউদকান্দির গৌরীপুর একটি প্রাইভেট হাসপাতালে ৭ দিন ভর্তি থাকার পর শরীলের অবস্থা অবনতি হলে ১২ আগষ্ট সোমবার তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তার সুস্থতা কামনা করে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ তারিকুল ইসলাম নয়ন সকলের কাছে দোয়া চেয়েছেন ।