কুমিল্লার দাউদকান্দি গোমতী নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ডুবুরিদল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর সংলগ্ম দক্ষিণ পাশে ব্র্যাক কোল্ড ষ্টোরেজ সংলগ্নে গত শুক্রবার গভীর রাতে বন্ধুরা মিলে ঘুরতে যাওয়া একটি ইঞ্জিন চালিত নৌকা পানির স্রোতে ডুবে গেলে নৌকায় থাকা ৮ জন সাতঁরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও ২ জন পানির নিচে ডুবে যায়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ও মডেল থানার যৌথ প্রচেষ্টায় শনিবার সকালে নদী থেকে ভাসমান অবস্থায় দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া দুইজন ঢাকা হাজারীবাগ এলাকার রহিম (অপু) মিয়ার ছেলে তানভীর হোসেন অনিক (২৫) এবং মোজাফফর বেপারীর ছেলে মো: সজীব (৩০)।