প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় টিকা প্রদান কর্মসূচির মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রথম করোনার টিকা নেবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। শনিবার তার ব্যক্তিগত সহকারী সানি হাসান বিষয়টি নিশ্চিত করেন। সারা দেশ ন্যায় ৭ ফেব্রুয়ারী রবিবার দাউদকান্দিতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। দাউদকান্দিতে সবার আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন করোনার টিকা গ্রহণ করবেন। এদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন জানান, করোনার টিকা প্রয়োগের ব্যাপারে ইতিমধ্যে সকল প্রস্তুতি সস্পন্ন করা হয়েছে।