শহীদ বুদ্ধিজীবী দিবসে দাউদকান্দির রায়পুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি মডেল থানারঅফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, দাউদকান্দি মু্ক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মো: সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস সরকার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা কবির ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মনজু মিয়া, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুন অর রশিদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মোল্লা, সূচনা টিভির চেয়ারম্যান মো: বাদল রিয়াজ, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: নোমান মিয়া সরকার, দাউদকান্দি মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য আজিজুল হক খোকন ও বিভিন্ন পেশাজীবী এবং আওয়ামী লীগ নেতাকর্মীসহ অন্যান্যরা। সোমবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, শহীদদের স্মরণে নিরবতা পালন এবং গণহত্যার ঘটনার নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মে রায়পুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৯ জন নারী-পুরুষকে রায়পুর খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। এই গণহত্যায় সহযোগিতা করে হানাদার বাহিনীর এদেশীয় দোসর- রাজাকাররা। রায়পুর গণহত্যায় শহীদরা হলেন- শহীদ ডাক্তার পাণ্ডব দেবনাথ, শহীদ শীতল চন্দ্র সরকার, শহীদ পাণ্ডব সাহা, শহীদ বিদিশীনী সাহা, শহীদ ফেলান সরকার, শহীদ শরৎ চন্দ্র সরকার, শহীদ সুধির বণিক, শহীদ কামিনী সুন্দরী দেবনাথ এবং শহীদ উমেশ সরকার (হারাই মিস্ত্রী)।