কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানকে অনাস্থা প্রদান করেছে ইউপি পরিষদের ৯ সদস্য । ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের বরাবর লিখিত আবেদনে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মজিবুর রহমান ৩০ মাস যাবত পরিষদ থেকে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দিচ্ছেন না, নিয়মিত মাসিক সভা না ডাকা, ইউপি সদস্যদের বাদ দিয়ে উন্নয়ন মূলক প্রকল্প নিজের স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় বন্টন করা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রতিবন্ধি ভাতা ও বিজিএফ কাড তার ইচ্ছামত বন্টন করা এবং এলজিএসপি ও ৪০ দিনের কমসূচী থেকে ৩৫% ইউপি সদস্যদের থেকে কেটে নেয়া । অনাস্থাকারী ইউপি সদস্যরা হলো, মোঃ আবু জাহিদ ভূঁইয়া টিপু, মোঃ চারু মিয়া, মোঃ ফারুক হোসেন, মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, মোঃ হাসান, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফারুক আহম্মেদ, মোঃ সালাউদ্দিন এবং লিপিকা রানী দাস । এব্যাপারে মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক । দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যদের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন পেয়েছি।