কুমিল্লা দাউদকান্দি উপজেলার ব্যস্তনগরখ্যাত গৌরীপুর বাজার । গৌরীপুর –হোমনা সড়কের রাস্তার চলমান উন্নয়ন কাজ শেষ হলেও সিএনজির ভাড়া ৫টাকা হলেও এখন দ্বিগুণ গুনতে হয় যাত্রীদের। এমনিতে রাস্তার কাজ চলছে ও জ্যামের কারণে ভাড়া বেড়ে যাওয়া চিরাচরিত রেওয়াজ । তবে সাত মাসজুড়ে একটা প্রথা চালু করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। তা হলো রাস্তায় কাজ চলছে তাই ভাড়া বেশি । এ সময় ভাড়া বেশি দিয়ে যাত্রীদের চলাচল করতে এক প্রকার বাধ্য করেন সিএনজির চালকরা। এই বাজারের যান বাহনে অন্যকোন বিকল্প যানবাহন না থাকায় যাত্রীদের দিতে হয় দ্বিগুণ ভাড়া। প্রয়োজনে রাত গড়িয়ে সকাল হবে, তবুও তারা মনমতো ভাড়া না হলে যাবেন না। এ নিয়ে সড়কে চলাচলরত হাজারো যাত্রীর অভিযোগ থাকলেও বিষয়টির প্রতি কর্ণপাত করে না সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। গৌরীপুর মোড় থেকে বাজার পর্যন্ত জ্যামে ভাড়া বেশির নাম দিয়ে সিএনজির ভাড়া বাড়িয়ে ফেলে চালকরা। গৌরীপুর বাজার থেকে তিতাসের কড়িকান্দি বাজার পর্যন্ত ৫কিলোমিটারের রাস্তার ১০টাকা হলেও গৌরীপুর বাস্টস্ট্যান্ড থেকে বাজারে আসতে দুই মিনিটের রাস্তার ভাড়া ৫ টাকার স্থলে ১০ টাকা নেওয়া হয়। ফলে সিএনজি চালকদের কাছে জিম্মি হয়ে আছে সাধারণ যাত্রীরা। রাত হলে যেন বাড়ার সঙ্গে সঙ্গে সিএনজি ভাড়াও বাড়তে থাকে। এই সামান্য দূরত্বের মধ্যে সিএনজি চালকরা সিন্ডিকেটের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করে থাকেন।