দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া ও পশ্চিম দিঘীরপাড় বিলের মৎস্য প্রজেক্টের বেড়িবাধের উপরে হত্যা মামলার আসামী জিসান (১৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। জিসান দাউদকান্দি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাজিরকোনা গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। ৬ জুন শনিবার সকালে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। জিসানের বড় ভাই মো: অপু মিয়া এই হত্যাকে পূর্ব শত্রুতা ও পরিকল্পিত বলে দাবি জানিয়েছেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, ২০১৭ সালের ৬ মে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন রাজনকে হত্যা করা হয়। জিসান ওই হত্যা মামলার এজাহারভুক্ত ১০ নম্বার আসামি ছিলেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।