কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় সিআইপি ও মিডিয়া ব্যাক্তিত্ব জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারর্সন এফবিসিসিআই এর পরিচালক মিসেস হেলেনা জাহাঙ্গীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া নিজ বাসভবনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদকর্মীদের মতবিনিময় সভা করেন। সভায় হেলেনা জাহাঙ্গীর তাঁর রাজনীতিতে পর্দাপন সামাজিক উন্নয়নে ভূমিকা এবং নিজ পরিবার ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগে তাঁকে উপদেষ্টা মনোনীত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদকে কৃতজ্ঞতা জানান। তিনি তার রাজনৌতিক মতাদর্শের কথা বলতে গিয়ে জানান, ছোট বেলা থেকেই তিনি বঙ্গবন্ধু আদর্শকে মানসিকভাবে ধারণ করতেন। তিনি আশা প্রকাশ করেন সদ্য ঘোষিত জেলা কমিটিতে তিনি মনোনীত হওয়ায় দলকে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ের একযোগে সংগঠনের সাথে কাজ করবেন। হেলেনা জাহাঙ্গীর আরো বলেন, তিনি তাঁর জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে অসহায় ও দুস্তদের জন্য কাজ করেন। এরই ধারাবাহাকিতায় তার জম্মভূমিতে সাধারণ মানুষের উন্নয়নে বিশেষ করে অসচ্ছল বিধবা স্বামী পরিত্যক্ত ও পিছিয়ে পরা নারীদের এগিয়ে যাওয়ার পথকে সুগম করতে নিজ আগ্রহের কথা তিনি জানান। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন মানবতার দূত। প্রানবন্ত আলোচনায় সি আই পি হেলেনা জাহাঙ্গীর প্রসঙ্গক্রমে নিজের পরিবার বেড়ে ওঠা ব্যবসা সামাজিক কর্মকান্ডের নিজের অংশগ্রহনের বিশদ সাংবাদিদের সামনে তুলে ধরেন। এর পর তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মো:সোহরাব হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব গরীব হোসেন, সাবেক স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সেলিম সরকার প্রমূখ।