করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী। করোনা ভাইরাস থেকে মুসুল্লিদের সচেতনায় মাস্ক পরিধান করে মসজিদে আসা এবং দুরুত্ব বজায় রেখে নামায আদায় করাসহ সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আগত মুসুল্লিদের প্রতি অনুরোধ করেন। ২৬জুন শুক্রবার দাউদকান্দি গৌরীপুর আঙ্গাউড়া জামে মসজিদে তিনি বলেন,সচেতনার ব্যাপারে ইসলাম ব্যাপক গুরুর্ত্ব প্রদান করেছেন। তাই করোনা ভাইরাস সম্পর্কে আমাদের সজাগ ওসচেতন থাকতে হবে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করবো এই ক্রান্তিলগ্নে যেন আমরা সবাই নিরাপদে থাকতে পারি। এই সময় মসজিদের খতিব ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।