দাউদকান্দির মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন না করে এবং করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে মাদ্রাসায় স্বাভাবিক পাঠদান চালিয়েছেনে। ১৭ মার্চ মঙ্গলবার সরজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মুজিব বর্ষ উদযাপন না হওয়া এবং মাদ্রাসায় পাঠদান কার্যক্রম অব্যহত রাখতে দেখা যায়। পাঠদানের বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হলে শিক্ষার্থীরা জানান তারা প্রতিদিনের ন্যায় সকাল ১০টায় মাদ্রাসায় উপস্থিত হয়েছেন বিকাল ৫টা পর্যন্ত মাদ্রাসায় পাঠদান চলবে। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী বা জাতীয় শিশু দিবস সম্পর্কে শিক্ষার্থীদের কোন ধারনাই দেওয়া হয়নি বলে উপস্থিত শিক্ষার্থীগণ জানান। মাদ্রাসায় উপস্থিত সহকারী শিক্ষকগণ জানান অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম মুজিব শতবর্ষে আমাদেরকে বাধ্য করেছে মাদ্রাসায় এসে ক্লাস নেয়ার জন্য। তিনি আমাদের সাথে যে রূঢ় আচরণ করেন তার ভয়ে আমরা মাদ্রাসায় সব সময় আতংকিত থাকি। মাদ্রাসায় উপস্থিত অনেকেই নাম প্রকাশ না করা শর্তে জানান বর্তমান মাদ্রাসার পরিচালনা কমিটি তার নিজের বানানো।কোন সময়েই তিনি মাদ্রাসায় নির্বাচন হতে দেননি। মাদ্রাসার দপ্তরী মোঃ মনির হোসেন বলেন অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়ে চাকুরীচ্যুত করেছেন। আমি অধ্যক্ষের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছি যার মামলা নং- ০৭, তারিখঃ ০৭/০১/২০২০ইং। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফসিার কামরুল ইসলাম খান বলেন, করোনা ভাইরাস উপেক্ষা করে গণজমায়েত এবং মুজিব শতবর্ষ পালন না করে মাদ্রাসায় পাঠদান অব্যাহত রেখেছেন এটা দুর্ভাগ্য জনক। আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন না করেএবং করোনা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে শ্রেণি কক্ষে পাঠদান এটি মুটেও ঠিক করেনি। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করছি।